ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচন ২২ ডিসেম্বর

প্রকাশিত : ১৮:২৫, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৫, ২০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নিরপেক্ষ ভেন্যু হিসেবে ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম শাখার নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আলাউদ্দিন মজুমদার। এরফলে নিরপেক্ষ ভেন্যুতে নির্বাচন আয়োজন নিয়ে সরকারি দল সমর্থক দু’প্যানেলের মধ্যকার বিরোধের অবসান হয়েছে। আগামী বৃহস্পতিবার ২২ ডিসেম্বর এই নির্বাচন হবে। এবারের নির্বাচনে ৪ হাজার ৪শ’ ৪২ জন চিকিৎসক ভোটাধিকার প্রয়োগ করবেন। সরকারি দল সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের দু’টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে, বিএনপি-জামায়াতপন্থী ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম কোন প্যানেল দেয়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি