ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

রাঙামাটিতে মাঠ দিবস পালিন

প্রকাশিত : ১৮:২০, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২০, ২০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত একটি পাহাড়, একটি খামার কর্মসূচির আওতায় রাঙামাটিতে মাঠ দিবস পালিত হয়েছে। বিলাইছড়ি পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা। অনুষ্ঠানে উপকারভোগী ৪টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, সার, বীজ, মুরগি ও শুকর ছানা বিতরণ করা হয়। সভায় জেলার যেসব পাহাড়ে বসতি রয়েছে, সেসব পাহাড়ের কৃষি এবং পশু পালনের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি