ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

নারায়নগঞ্জের রূপকার হবেন নতুন মেয়র এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের

প্রকাশিত : ১০:১৭, ২১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:১৭, ২১ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গণ মানুষের অধিকার রক্ষার বন্ধু হয়ে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত নারায়নগঞ্জের রূপকার হবেন নতুন মেয়র। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। তারা বলেন, মাদকের ছোবল আর নানা শোষণ-বঞ্চনার হাত থেকে বাঁচাতে প্রিয় এই নগরীকে ঢেলে সাজাবে নতুন নেতৃত্ব। ভোটারদের সেই প্রত্যাশা পূরণে প্রার্থীদেরও ছিলো শেষ দিনের ঘাম প্রচারণা আর ওয়াদার ফুলঝুড়ি। শীতলক্ষ্যা নদীর শান্ত জলের বুক চিরে ২৯২ বর্গমাইল এলাকা জুড়ে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারী গড়ে ওঠা প্রাচীন নগর নারায়নগঞ্জ। যার পূর্ব পাড়ের বন্দর থানা আর পশ্চিম পাড়ের সিদ্ধিরগঞ্জ এবং নারায়নগঞ্জ সদর থানা মিলে ২০১১ সালের ৫ মে তৈরি হয় নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন। চারদিকে ছড়িয়ে থাকা প্রাচীনতম ঐতিহ্যের ধারক এই বন্দরনগরী দেশের অর্থনীতিতে নানাভাবে অবদান রেখে চললেও এখানের উন্নয়ন নিয়ে এই জেলার মানুষের রয়েছে নানা অভিযোগ। নতুন মেয়র নগরবাসীর সেই স্বপ্ন বাস্তবায়ন করবে এমন আশা তাদের। নির্বাচিত হয়ে উন্নয়নের চাদরে নারায়নগঞ্জকে ঢেকে ফেলার প্রতিশ্রুতিও দিচ্ছেন আ.লীগ ও বিএনপির মনোনিত মেয়র প্রার্থীরা। এদিকে শতভাগ ভোটারদের ভোটদানের মাধ্যমে নগরবাসী একজন জনগনের মেয়র নির্বাচিত হবে এমন প্রত্যাশা রিটাণিং কর্মকর্তার। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার মতো পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যও রয়েছে বলে জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি