ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

ময়মনসিংহে বেড়েই চলেছে হলুদের আবাদ

প্রকাশিত : ১০:২০, ২১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:২০, ২১ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ধানের চাষের চেয়েও লাভজনক হওয়ায় ময়মনসিংহে বেড়েই চলেছে হলুদের আবাদ। চলতি মৌসুমে হলুদের বাম্পার ফলনের আশা চাষীদের। এতে কমবে আমদানি নির্ভরশীলতা। ন্যায্য দাম পেলে ভাল লাভের আশা করছেন কৃষকরা। ফুলবাড়িয়ার সন্তোষপুর গ্রামের আইয়ুব আলী। চলতি মৌসুমে ৫ একর জমিতে হলুদের আবাদ করেছেন তিনি। আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলনের আশার তার। দাম ভাল পেলে খরচের তিনগুন লাভ হবে বলে জানান তিনি। ফুলবাড়িয়ার অনেক চাষীই ঝুঁকেছেন হলুদ চাষে। কৃষি বিভাগ বলছে, জেলায় চলতি মৌসুমে ১ হাজার ৮শ’ ৬২ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। যা গেল বছরের তুলনায় ৩শ’ হেক্টর বেশি। বাম্পার ফলনের পাশাপাশি হলুদের ন্যায্য দাম পাওয়ার প্রত্যাশা কৃষকদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি