ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত

প্রকাশিত : ১০:২৪, ২১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:২৪, ২১ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মিয়ানমার থেকে নতুন করে আসা রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কক্সবাজারের শ্রমবাজার। নামমাত্র মজুরিতে রোহিঙ্গা শ্রমিকরা কাজ ভাগিয়ে নেয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় শ্রমিকরা। এছাড়া রোহিঙ্গা শ্রমিকদের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে। উখিয়া ও টেকনাফে ২টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গা ৩২ হাজার। জাতিসংঘের তথ্য মতে গত ৯ অক্টোবর থেকে নতুন করে আরও ২৭ হাজারের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে কক্সবাজারে। রোহিঙ্গাদের বড় একটি অংশ ঢুকে পড়ছে স্থানীয় শ্রমবাজারে। দিনমজুরি, রিকশাচালানো ও মাটি কাটাসহ স্বল্প মজুরিতে রোহিঙ্গারা কাজ করায় অনেকটা কর্মহীন হয়ে পড়ছেন স্থানীয় শ্রমিকরা। চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিবন্ধনের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার কথা বলছে পুলিশ প্রশাসন। তবে কঠোর নজরদারির পরও সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি