ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে ক্রুটির ঘটনায় বাংলাদেশ বিমানের ৭ কর্মকর্তাকে গ্রেপ্তার

প্রকাশিত : ১৪:১০, ২২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:১০, ২২ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে ক্রুটির ঘটনায় বাংলাদেশ বিমানের ৭ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। এ’ ঘটনায় নাশকতার চেষ্টা ছিল কিন-না, তা খতিয়ে দেখতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এদিকে, মামলার আসামি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অপর দুই কর্মী আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ক্রুটি দেখা দেয়। ফলে বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। অপর একটি বিমান পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পৌঁছানো হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে দু’দফায় প্রকৌশল বিভাগের নয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়। গত সোমবার তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ি, এ’ ঘটনায় ফৌজদারি মামলা করার ব্যাপারে সম্মতি দেন প্রধানমন্ত্রী। বুধবার এ’ ঘটনায় মামলা হয়। মামলার এজাহার ভুক্ত নয় আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয় বুধবার রাতেই। বৃহষ্পতিবার মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তার নিয়ে কথা বলেন, কাউন্টার টেররিজম ইউনিটের এই কর্মকর্তা। এদিকে, মামলার অপর দুই আসামি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান বৃহষ্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারো পাঠানোর নির্দেশ দেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি