ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে

প্রকাশিত : ১৩:৩২, ২৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৩২, ২৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। বিশেষ করে উত্তরাঞ্চলে প্রকোপ বেশি। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গাইবান্ধায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশার কারণে দিনের অর্ধেক সময় রাস্তায় যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে হিমেল হাওয়ায় ব্যহত হচ্ছে শ্রমজীবী মানুষের স্বাভাবিক কার্যক্রম। এদিকে, শীতের কারণে চুয়াডাঙ্গায় বেড়েছে জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়ার প্রকোপ। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ি, গত ১৫ দিন ধরে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্করা ভর্তি হচ্ছেন হাসপাতালে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি