ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

আইভীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাখাওয়াত

প্রকাশিত : ১৫:১৩, ২৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১৩, ২৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। শুক্রবার সকালে আইভী সৌজন্য সাক্ষাত করতে সাখাওয়াতের বাসায় গেলে তিনি এ’কথা বলেন। আর অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার প্রত্যয় জানান নবনির্বাচিত মেয়র। ছুটির দিন সকালে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে পরাজিত বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বাসায় যান নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ’সময় নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন এবং মাদক-সন্ত্রাস নির্মূলে নবনির্বাচিত মেয়র কাজ করবেন বলে আশা প্রকাশ করেন সাখাওয়াত হোসেন। আর নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে এগিয়ে নেবেন তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান আইভী। বৃহষ্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি