ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা পন্ড

প্রকাশিত : ১৫:০৮, ২৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৮, ২৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পন্ড হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ পরীক্ষা। শুক্রবার সকালে গ্রাফার কাম রেফারেন্স সহকারির ২টি ও ক্যাটালগারের ১টি পদের বিপরীতে ৭০ জন এবং ডাটা এন্ট্রি-অপারেটরের ২০টি পদের বিপরীতে তিন হাজার একশ’ পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পরীক্ষা দিতে পারেনি তারা। যেসব ভবনে পরীক্ষা হওয়ার কথা ছিলো, সেখানে আগে থেকেই অবস্থান নেয় নেতাকর্মীরা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সবগুলো ফটকও বন্ধ করে দেয় তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি