রোহিঙ্গা অনুপ্রবেশ চেষ্টা কোনোভাবেই থামছে না
প্রকাশিত : ১৮:৫২, ২৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫২, ২৩ ডিসেম্বর ২০১৬
কোনোভাবেই থামছে না রোহিঙ্গা অনুপ্রবেশ চেষ্টা। নাফনদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আজও রোহিঙ্গা বোঝাই ২টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার ভোর চারটার দিকে টেকনাফের হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই দুটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যদের বাধার মুখে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয় দুটি নৌকা। ওই দুই নৌকায় নারী, পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা ছিল। তবে শিশুর সংখ্যাই বেশি ছিল বলে জানায় বিজিবি।
আরও পড়ুন