ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

রাজনীতির মাঠে আরো একটি নিস্ফল বছর পার করলো বিএনপি

প্রকাশিত : ১২:০৯, ২৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:০৯, ২৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজনীতির মাঠে আরো একটি নিস্ফল বছর পার করলো বিএনপি। ইস্যুভিত্তিক কোন আন্দোলনে রাজপথে নিজেদের উপস্থিতি জানান দিতে পারেনি দলটি। কাউন্সিল পরবর্তী কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়েও দলের ভেতরে রয়েছে নানা আলোচনা। তবে, এ’সবের জন্য দলের ব্যর্থতা নয়, সরকারের আগ্রাসী মনোভাবকে দায়ি করছেন বিএনপির শীর্ষ নেতারা। আন্দোলন নয়, দল গোছানোর দিকেই চলতি বছরে মনোযোগ ছিলো বিএনপির। মার্চে বিএনপির কাউন্সিলে শুধু নেতা নির্বাচনই নয়, জাতীয় রাজনীতিতে নতুন প্রস্তাবনা দেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া। ভিশন টুয়েন্টি থার্টি ঘোষণা করে তিনি বলেন, সমঝোতার রাজনীতি করবে দলটি, সহিংসতা নয়। গুলশানে রেস্তোরাঁয় হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে জঙ্গিবাদ মোকাবেলায় সংলাপের আহ্বান জানান বেগম খালেদা জিয়া। যদিও তা সফল হয় নি। বছরের শেষপ্রান্তে নির্বাচন কমিশন পুনর্গঠনে ১৩ দফা প্রস্তাবনা দিয়েছে বিএনপি। অংশ নিয়েছে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপেও। তবে, দীর্ঘসময় দেশ শাসন করা দলটি জনসভা, উন্মুক্ত সমাবেশ অথবা বড় রাজনৈতিক কর্মসূচি সফল করতে পারেনি। সরকারের আগ্রাসী মনোভাবের কারণেই এমন হয়েছে বলে জানালেন দলের নেতারা। আর সহিষ্ণুতার রাজনীতিতে দলটির ফিরে আসার চেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন নির্বাচন বিশেষজ্ঞ নাজমুল আহসান কলিমুল্লাহ। দলের নেতারা বলছেন, আসছে বছর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে আরো সরব হবেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি