ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

জুভেন্টাসকে পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতলো এসি মিলান

প্রকাশিত : ১২:১৪, ২৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:১৪, ২৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ইতালিয়ান সুপার কাপের ফাইনালে জুভেন্টাসকে পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতলো এসি মিলান। ম্যাচের শুরু থেকেই আক্রমণ- পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। ১৭ মিনিটে ডিফেন্ডার জর্জিও চিলিনি গোল করলে ১-০তে লিড নেয় জুভেন্টাস। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে এসি মিলান। ৩৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান মিডফিল্ডার বোনভেন্টুরা। প্রথমার্ধে ১-১ ব্যবধানে বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কোন দলই। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় খেলা গড়ায় পেনাল্টিতে। শেষ পর্যন্ত পেনাল্টিতে জুভেন্টাসকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে এসি মিলান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি