তীব্র শীত আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়ছে দেশের উত্তরাঞ্চলের মানুষ
প্রকাশিত : ১২:২০, ২৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:২০, ২৪ ডিসেম্বর ২০১৬
তীব্র শীত আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়ছে দেশের উত্তরাঞ্চলের মানুষের জনজীবন।
কুয়াশাচ্ছন্ন চারদিক, হাড় কাঁপানো ঠান্ডা। শীতের তীব্রতায় কাজে বেরোতে পারছে না খেটে খাওয়া মানুষ। সকাল থেকে সূর্যের দেখা নেই উত্তরাঞ্চলের জেলাগুলোতে। এছাড়া, বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। ঘন কুয়াশার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। এদিকে, শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় বেড়েছে মানুষের। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন থেকে চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী জেলা মেহেরপুরে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে উঠানামা করছে।
আরও পড়ুন