খ্রিস্টান ধর্মবলম্বীদের সবচে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন আজ
প্রকাশিত : ১২:৩৭, ২৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৩৭, ২৫ ডিসেম্বর ২০১৬
খ্রিস্টান ধর্মবলম্বীদের সবচে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন আজ। মানবতার কল্যাণ কামনায় দেশের বিভিন্ন স্থানে গির্জায় গির্জায় চলছে বড় দিনের প্রার্থণা।
সকালে গাজীপুরের কালীগঞ্জের সেন্ট নিকুলাস গির্জায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় যীশু খ্রিস্টের জন্মদিনের উৎসব। সেসময় বর্ণিল সুরের মুর্ছনায় যিশু স্মরণে প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়। খুলনায় আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে বড়দিন। নগরীর সোনাডাঙ্গা ক্যাথলিক গির্জা, সেন্ট যোসেফস ক্যাথিড্রাল চার্চ ও ব্যাপ্টিস্ট চার্চে স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান চকলেট, ফুল ও কেক দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানান। এছাড়া সিরাজগঞ্জ, নেত্রকোণার কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলা এবং মেহেরপুরের মুজিবনগর ও গাংনীর বিভিন্ন গীর্জায় প্রার্থনার মাধ্যমে শুরু হয়েছে বড়দিনের উৎসব।
আরও পড়ুন