ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম নির্বাচনী জেলাগুলো

প্রকাশিত : ১২:৫০, ২৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৫০, ২৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম নির্বাচনী জেলাগুলো। দফায় দফায় সভা করে প্রচার চালাচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। ২৮ ডিসেম্বর দেশজুড়ে অনুষ্ঠিতব্য এ নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই কোথাও। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদগুলো পেতে যাচ্ছে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা এ নির্বাচনের ভোটার; তবে আগ্রহের কমতি নেই জনসাধারণের। ২২ জেলায় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও অন্যজেলাগুলো বেশ সরগরম। রাজবাড়ী জেলার চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৬ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সমর্থন পেতে দফায় দফায় চলছে সভা। বিভিন্ন ইউপি কার্যালয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে জেলা চেয়ারম্যান ও সদস্য পদ প্রার্থীদের পোস্টার। জেলা পরিষদ নির্বাচন নিয়ে উৎসাহী ভোটাররাও। চুয়াডাঙ্গা জেলার চেয়ারম্যান প্রার্থী ৪ জন। আর সাধারণ সদস্য পদে ৫৫ ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৩ জন প্রার্থী। মোট ভোটার ৫২৮ জন। তবে সীমানা জটিলতার কারণে ৩ ও ১৫ নম্বর ওয়ার্ডে শুধু সাধারণ সদস্য পদে ভোট স্থগিত রয়েছে। সুষ্ঠুভাবে জেলা নির্বাচন সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসনও। নতুন প্রশাসনিক ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিরা, উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমনটাই আশা সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি