ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

বিচার ব্যবস্থায় মামলা জট ও বিচারে দীর্ঘসূত্রিতা জনগনের বিচার লাভের ক্ষেত্রে একটি বড় অন্তরায়: প্রধান বিচারপতি

প্রকাশিত : ১২:৫০, ২৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৫০, ২৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিচার ব্যবস্থায় মামলা জট ও বিচারে দীর্ঘসূত্রিতা জনগনের বিচার লাভের ক্ষেত্রে একটি বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মামলার জট ও দীর্ঘসূত্রিতা কমিয়ে আনতে শুণ্যপদে বিচারক নিয়োগের সুপারিশ করেন তিনি। পাশাপাশি জনগন যাতে আদালতে ন্যায় বিচারের প্রতি আস্থাশীল হয় এ বিষয়ে বিচারকদের দায়িত্বশীল হবার আহবান জানান তিনি। সুপ্রিমকোর্ট মিলনায়তনে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। উদ্বোধনী অনুষ্ঠানে লিখিত বক্তব্যে বিচারকদের দিক নির্দেশনা দেন তিনি। পরে মামলাজটকে দূরারোগ্য ব্যাধি আখ্যা দিয়ে নিম্ম আদালতে নিস্পত্তির অপেক্ষায় ঝুলে থাকা প্রায় ২৭ লাখ মামলার বোঝা বিচার ব্যবস্থাপনার গতি হ্রাস করছে বলে মন্তব্য করেন তিনি। বিচারকদের প্রতি আহবান জানান, যাতে জনগন ন্যায় বিচারের প্রতি আস্থাশীল হয় এ বিষয়টি নিশ্চিত করার। জনগনকে মানসম্মত সুবিচার নিশ্চিতে কোন সীমাবদ্ধতা অজুহাত হিসেবে গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি