ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

এবারের রিহাব ফেয়ারে তেমন বিশেষ মূল্যছাড় নেই

প্রকাশিত : ১২:৫৯, ২৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৫৯, ২৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকার বুকে নিজের বাড়ি, এই স্বপ্ন প্রতিটি নগরবাসীর। তবে সাধ থাকলেও সেই সাধ্য নেই অনেকের। তাইতো বছরের পর বছর কষ্টার্জিত অর্থের বেশির ভাগটাই তুলে দিতে হয় বাড়িওয়ালার হাতে। রিহাব ফেয়ারে স্বপ্নবাজ সেসব মানুষেরা ক্রয় ক্ষমতার মধ্যে একটি প্লট অথবা ফ্ল্যাট খুুঁজে বেড়ালেও দরদামে মিল না হওয়ায় কিনতে পারছেন না অনেকে। তবে আবাসন প্রতিষ্ঠানগুলো বলছে, ভালো আবাসন নিশ্চিতে দাম একটু বেশিই নিতে হচ্ছে । ইট পাথরের কংক্রিটে ঘেরা শহর রাজধানী ঢাকা। ব্যস্ত এই নগরের প্রতিটি মানুষ খুঁজে ফেরেন একটি স্থায়ী আবাসন। কোটি মানুষের এই নগরীতে তেমনি নিজস্ব একটি মাথা গোজার ঠাঁই খুঁজছেন তাদেরই একজন খুলনার আনোয়ার আলী। পুরান ঢাকার একটি ভাড়া বাসায় বসবাস করা এই মানুষটির স্বপ্ন জীবনের সবটুকু সঞ্চায় দিয়ে পরিবারের জন্য ঢাকায় নিজের একটি বাড়ী। তবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এবারের রিহাব ফেয়ারে তেমন বিশেষ মূল্যছাড় নেই। ফøাটের সর্বনিম্ম দাম প্রতি স্কয়ার ফুট ৪ হাজার টাকা আর সব্বোর্চ ১৮ টাকা। আর প্লট কাঠা প্রতি সর্বনিম্ম ৪ লাখ টাকা এবং সব্বোর্চ দাম রয়েছে ৩০ লাখ টাকা। দাম বেশী হওয়ায় সাধারণ ক্রেতারা জানিয়েছেন হতাশার কথা। তবে আবাসন প্রতিষ্ঠান ও আয়োজক কমিটি বলছেন, ভাল আবাসন সুবিধা নিশ্চিত করতেই মূল্য একটু বেশি। এবারের মেলায় প্রায় ৪ হাজার কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বিক্রি হতে পারে বলে জানিয়েছে রিহাব ফেয়ার কমিটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি