ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রধান রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার পরামর্শ

প্রকাশিত : ১০:০২, ২৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:০২, ২৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের দৃষ্টান্ত সামনে রেখে পরবর্তী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রধান রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক মনোভাব তৈরি না হলে কেবল মাত্র নির্বাচন কমিশনের শক্ত অবস্থান দিয়ে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। এছাড়া নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনীর অভাব রয়েছে বলেও মত বিশ্লেষকদের। দেশের ইতিহাসে শান্তিপূর্ণ এক অনন্য নির্বাচনের উদাহরণ হয়ে গেলো সদ্য সমাপ্ত নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। যে নির্বাচনে ভোটারদের প্রতি ছিলো না কোনো প্রার্থীর হুমকি। ছিলো না কোনো রাজনৈতিক দলের চাপ। ফলে কোনো রকম সহিংসতা আর রক্তপাত ছাড়াই ভোটাররা স্বত:স্ফুর্তভাবে তাদের মতামত প্রকাশ করেছেন ব্যালটের মাধ্যমে। নারায়ণগঞ্জের এই নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রোল মডেল হতে পারে বলেই মত অনেকের। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, এমন নির্বাচনের জন্য প্রয়োজন রাজনৈতিক দল ও প্রার্থীর গণতান্ত্রিক মনোভাব। নির্বাচন কমিশনকে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আগামী সংসদ নির্বাচনেও ভূমিকা রাখার পরামর্শ তার। তবে নারায়নগঞ্জের মতো এমন শান্তিপূর্ণ নির্বাচনের আদলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নেই বলে মনে করেন এই বিশ্লেষক। আগামী ফেব্রুয়ারীতে গঠন হতে যাওয়া নতুন নির্বাচন কমিশন সবদলের মতামতের ভিত্তিতে করার পরামর্শও দেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি