ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

রাজবাড়ীতে চলতি মৌসুমে কীটনাশকমুক্ত মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

প্রকাশিত : ০৯:৫৬, ২৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫৬, ২৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলতি মৌসুমে কীটনাশকমুক্ত মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে কুমড়া ঢাকায় পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। কীটনাশকমুক্ত এ’সব কুমড়ার বাজারমূল্য ভাল হওয়ায় প্রতিবছর বাড়ছে ক্ষেতের সংখ্যা। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কৃষকরা রবি মৌসুম শুরুর আগে জমিতে উচ্চ ফলনশীল কুমড়ার আবাদ করেন। পরে ওই জমিতে অনায়াসে মসুর, সরিষা, গম, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ফসল চাষ করেন তারা। কুমড়া চাষে কীটনাশক প্রয়োগ না করে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করেন চাষীরা। ব্যবসায়ীরা জানান, এই এলাকায় উৎপাদিত মিষ্টি কুমড়ার গুণগত মান ভাল। স্থানীয় চাহিদা মেটানোর পরও প্রতিদিন প্রচুর পরিমান কুমড়া ঢাকায় পাঠানো হয়। এই অঞ্চলের কৃষকেরা আধুনিক কলাকৌশল মেনে কৃষিকাজ করেন বলে জানান কৃষি কর্মকর্তারা। এ’বছর রাজবাড়ীতে প্রতি হেক্টরে ১২ থেকে ১৩ টন কুমড়া হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি