ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

সাম্প্রতিক সময়ে বিভিন্নস্থানে সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনে দুঃখ প্রকাশ করেছেন এরশাদ

প্রকাশিত : ১৪:২৮, ২৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:২৮, ২৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সাম্প্রতিক সময়ে বিভিন্নস্থানে সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ক্ষমতায় যেতে পারলে সব ধর্মের মানুষের নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও প্রতিশ্র“তি দিয়েছেন তিনি। সকালে বনানীর দলীয় কার্যালয়ে বড় দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এরশাদ আরো বলেন, আরেকবার ক্ষমতায় গেলে খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য চাকরি ও শিক্ষাক্ষেত্রে কোটা ব্যবস্থার প্রবর্তন করবেন। সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, ক্ষমতায় যেতে পারলে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কল্যাণ ট্রাস্টও গঠন করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি