ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

সৈয়দ শামসুল হকের ৮১তম জন্মদিন আজ

প্রকাশিত : ১৩:১৮, ২৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১৮, ২৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮১তম জন্মদিন আজ। মৃত্যুর পর এটি তাঁর প্রথম জন্মদিন। কবিতা, গল্প, উপন্যাস, নাটকসহ শিল্প সাহিত্যের নানা অঙ্গনে তাঁর অবদান অন্যন। বাংলা সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ করে রেখে যাওয়া সব্যসাচী এই লেখক চিরকাল বেঁচে থাকবেন তাঁর সৃষ্টিকর্মের মধ্যেই। হায়রে মানুষ রঙ্গীন মানুষ, রঙ ফুরাইলে ঠুস..গানটির রচয়িতা সৈয়দ শামসুল হক, বাংলা সাহিত্য জগতে যার পরিচয় সব্যসাচী লেখক হিসেবে। ১৯৩৫ সালের এই দিনে কুড়িগ্রামে জন্ম লেখকের। ছোটবেলাতেই শুরু করেন লেখালেখি। সাংবাদিক হিসেবে পেশাজীবন শুরু করলেও পরবর্তীতে ডুবে যান লেখালেখিতে। তার সহজ সাবলীল লেখনীতে ফুটে উঠেছে বাঙালি মধ্যবিত্ত সমাজের আবেগ অনুভূতি, দুঃখ সুখের কথকতা। অনুপম দিন, সীমানা ছাড়িয়ে, খেলারাম খেলে যা-এর মত উপন্যাস ও অসাধারণ সব কবিতা পাঠকের মনে তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এছাড়াও নুরলদীনের সারাজীবন ও পায়ের আওয়াজ পাওয়া যায়’-এর মতো কালজয়ী নাটক লিখে পেয়েছেন বিশেষ সুখ্যাতি। কবিহীন কবির জন্মদিনে তাঁর কাছের মানুষগুলো বেদনাহত। শুধু গল্প, উপন্যাস বা নাটক নয়, প্রেম, আবেগ, ভালোবাসা আর আধ্যাতিকতা ফুটে উঠেছে তার লেখা গানেও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি