ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তদন্ত চলছে

প্রকাশিত : ১৪:৫৭, ২৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৭, ২৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুন্নবীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যাবহারসহ বিভিন্ন অভিযোগ দ্বিতীয় দিনের মতো তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তদন্ত কমিটি। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অভিযোগ তদন্তে অধ্যাপক আখতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করে মঞ্জুরি কমিশন। সোমবার সকালে তদন্তর কাজ শুরু করে কমিটি। এসময় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি শাখার নথিপত্র পরীক্ষা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহন করা হয়। পরে উপাচার্যকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি। আজ সকাল থেকে আবারো তদন্ত শুরু করেছেন কমিটির সদস্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি