ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

আশকোনার জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির সাংগঠনিক কার্যালয়

প্রকাশিত : ১৮:২৮, ২৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৮, ২৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর আশকোনার জঙ্গি আস্তানাটি সাংগঠনিক কার্যালয় হিসেবে ব্যবহার করতো নব্য জেএমবি। ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপে এ তথ্য জানান কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। বড়দিনকে সামনে রেখে নব্য জেএমবির বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি। শুক্রবার রাত ১২টা থেকে শনিবার বিকেল পর্যন্ত দক্ষিণ খানের আশকোনায় নব্য জেএমবির এই জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। অভিযানে দুই জঙ্গি নিহত হয়। আর অভিযানের এক পর্যায়ে দুই শিশুসহ আত্মসমর্পন করে দুই নারী জঙ্গি। এদের একজন পলাতক জঙ্গি মুসা ওরফে মঈনুল ইসলামের স্ত্রী তৃষা মনি ওরফে উম্মে আয়েশা। অপরজন সম্প্রতি রুপনগরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শীলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন। স্বামীদের চাপেই নব্য জেএমবিতে সক্রিয় হয় তারা। রাজধানীতে বড় ধরণের নাশকতার চালানোর পরিকল্পনা থেকে সেখানে অস্ত্র ও বিস্ফোরকের মজুদ করা হয় বলে জানান, কাউন্টার টেররিজম ইউনিট প্রধান। আশকোনার জঙ্গি আস্তানাটি গত ১ সেপ্টেম্বর ভাড়া নেয় জঙ্গিরা। আর এটি সাংগঠনিক কার্যালয় হিসেবে তারা ব্যবহার করতো বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি