কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন আগামীকাল
প্রকাশিত : ১৮:২৮, ২৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৮, ২৭ ডিসেম্বর ২০১৬
আগামী কাল বুধবার কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। ভোটের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে। নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের আশ্বাস দিচ্ছেন প্রার্থিরা, আর ভোটাররাও খুজছেন যোগ্য প্রাথী।
পর্যটন জেলা কক্সবাজার। ৮টি উপজেলা নিয়ে গঠিত এ জেলায় জেলা পরিষদের সাধারণ ওয়ার্ডের সংখ্যা ১৫টি।
যেখানে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩জন সদস্য নির্বাচিত হয়েছেন। অপর ১২টি ওয়ার্ডে প্রার্থীর সংখ্যা ৫১ জন। অপরদিকে সংরক্ষিত নারী ওর্য়াডের সংখ্যা ৫টি। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একজন। অপর ৪টিতে প্রার্থী ১৫জন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কক্সবাজারে ভোট কেন্দ্রের সংখ্যা ১৫ টি। এ নির্বাচনে ভোট প্রয়োগ করবেন কক্সবাজারের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত ১হাজার ৩জন জনপ্রতিনিধি। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার অঙ্গীকার করেন তারা।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা।
আরও পড়ুন