ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চট্টগ্রাম

প্রকাশিত : ১৮:০৯, ২৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৯, ২৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চট্টগ্রাম। বিজয় দিবস উপলক্ষে দুপুরে নগরীর প্রেসক্লাব মিলনায়তনে ৪০ জন মুক্তিযোদ্ধার হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। সংগঠনের সভাপতি মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং বিএনপির উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার। অনুষ্ঠানে বক্তারা দেশরক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি