ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

চট্টগ্রামে শুরু হয়েছে গরম পোশাক বেচাকেনা

প্রকাশিত : ১৭:৫৬, ২৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৮, ২৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

শীতের আমেজ বাড়ার সাথে সাথে চট্টগ্রামে শুরু হয়েছে গরম পোশাক বেচাকেনা। ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিংমলে পছন্দনীয় পোশাকের জন্য ভীড় করছেন ক্রেতারা। এক্ষেত্রে দামের চেয়ে গুণগত মান ও বাহারি ডিজাইনকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। তবে বিক্রেতাদের দাবি, অন্যবারের তুলনায় এবার বেচাকেনা কম। পৌষের দ্বিতীয় সপ্তাহ চললেও চট্টগ্রামে এখনো জেঁকে বসেনি শীত। তবে এরই মধ্যে নগরীর প্রায় সব মার্কেট সাজিয়ে তুলেছে দেশী, বিদেশী বাহারি রঙ ও নকশার শীত পোশাকে। বিভিন্ন শপিং মলের পাশাপাশি বেচাকেনা জমে উঠেছে ফুটপাতের দোকানগুলোতেও। তবে জহুর হকার্স মার্কেটেই ক্রেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি। পোশাকের গুণগত মান ও দৃষ্টিনন্দন ডিজাইনের কারণে বিদেশীরাও আসছেন এখানে। বিক্রেতারা বলছেন, রপ্তানিযোগ্য কোয়ালিটি আর মূল্য হাতের নাগালের মধ্যে থাকায় দেশী-বিদেশী ক্রেতাদের কাছে এসব পোশাকের কদর বেশি। বিভিন্ন পোশাকের মধ্যে মেয়েদের কার্ডিগান, লং কার্ডিগান শাল, ছেলেদের হুডি সুয়েটার ও জ্যাকেটের কদর বেশী বলে জানান বিক্রেতারা। তবে অন্যান্যবারের তুলনায় বেচাকেনা কিছুটা কম। শীত আরেকটু বাড়লে ভালো বেচাকেনার আশা করছেন বিক্রেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি