ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নকে এগিয়ে নেবে জেলা পরিষদ নির্বাচন

প্রকাশিত : ১২:০০, ২৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৯, ২৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জেলা পরিষদ নির্বাচন স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নকে আরো এক ধাপ এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন জনপ্রতিনিধিরা। এছাড়া, ৬১ জেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। পার্বত্য ৩ জেলা বাদে  ৬১টি জেলায় একযোগে চলে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল দুইটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতির সুযোগ নেই বলে জানান ঢাকা জেলার ভোটাররা। রাজধানীর বনানী বিদ্যা নিকেতনে দিনের প্রথমভাগে ভোট দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। পরে তিনি বলেন, এই নির্বাচন গণতন্ত্রের ভিত মজবুত করবে। এদিকে, আজিমপুর গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সাংবাদিকদের তিনি জানান, জেলা পরিষদ নির্বাচন স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে ভূমিকা রাখবে। আর সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে, উচ্চ আদালতের নির্দেশের কারণে সাধারণ সদস্য পদে সিলেট, যশোর, নোয়াখালী, বরগুনা, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও কক্সবাজারের কয়েকটি ওয়ার্ডে নির্বাচন স্থগিত করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি