ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

বিজ্ঞান অলিম্পিয়াড এর লোগো উন্মোচন

প্রকাশিত : ১৭:৫৭, ২৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৭, ২৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিজ্ঞান একাডেমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ্ঞান অলিম্পিয়াড এর লোগো উন্মোচন করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এটিএন বাংলার স্টুডিতে লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট ডক্টর আমিনুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ’সময় বক্তারা বলেন, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতেই এই আয়োজন। একযোগে ৮টি বিভাগের ৩০টি কেন্দ্রে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি