ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি

প্রকাশিত : ১৮:০৭, ২৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৭, ২৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় জেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের তৃতীয় বার্ষিকীতে সারাদেশে কালো পতাকা মিছিল ও ৭ জানুয়ারি সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে জাতীয় গণতান্ত্রিক পার্টি ‘জাগপার’ অসুস্থ সভাপতি শফিউল আলমকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের বলেন, জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন বছরে সক্রিয় থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি