ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

দখলদারদের থাবায় একে একে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে রাজধানীর মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানগুলো

প্রকাশিত : ১৩:৩৫, ৩১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৩৫, ৩১ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দখলদারদের থাবায় একে একে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে রাজধানীর মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানগুলো। অবৈধভাবে নির্মাণ করা হয়েছে মার্কেট, ক্লাবসহ নানা স্থাপনা। এমনি দখল বাণিজ্যে ব্যবহার করা হচ্ছে ধর্মকেও। খোদ নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে রয়েছে খেলার মাঠে মার্কেট নির্মাণের অভিযোগ। তবে, সিটি কর্পোরেশন বলছে, পার্ক-মাঠ রক্ষণাবেক্ষনে নেয়া হয়েছে প্রকল্প। জনসংখ্যা অনুপাতে ঢাকা দক্ষিণে সাড়ে লাখ আর উত্তরে তিন লাখ মানুষের জন্য রয়েছে একটি মাঠ। মিরপুর ১৩ নম্বর সেকশনের এই জায়গাটি ছিলো উদ্ভিদ উদ্যানের জন্য। ২০০১ সালে এখানে নির্মাণ করা হয় এই মসজিদটি। মিরপুর ৬ নম্বর সেকশনের দারুল উলুম মসজিদ লাগোয়া জায়গাটি একসময় ছিল খেলার মাঠ। ব্যবহার হতো ঈদগাহ হিসেবেও। এখন সেটি কাঁচা বাজার। মসজিদের নিচে মার্কেটতো আছেই। স্থানীয়রা বলছেন, মসজিদের নামে ব্যক্তিগত ফায়দা লুটছেন কমিটির সাবেক এবং বর্তমান কর্মকর্তারা। তবে এই অভিযোগ অস্বীকার করলেন তারা। আলেমরা জানালেন, এভাবে মসজিদ নির্মান এবং পরিচালনা ইসলাম সমর্থন করেনা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, দখলের এই ধারা বন্ধ না হলে বিপন্ন হয়ে পড়বে রাজধানী। বাধাগ্রস্থ হবে পরিকল্পিত নগর উন্নয়ন। সিটি কর্তৃপক্ষ জানালেন, মাঠ-পার্কের জমি অবৈধভাবে বরাদ্ধ দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে। করা হবে দখলমুক্ত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি