ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপনে নানা আয়োজন রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোয়

প্রকাশিত : ১৩:৩৯, ৩১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৩৯, ৩১ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপনে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নানা আয়োজন করেছে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলো। বেশিরভাগ হোটেলেই ব্যাক্তিগত পার্টি আয়োজন থেকে বিরত থাকছে। তবে হোটেলের আয়োজনগুলোতে অতিথিদের ছবিসহ নিবন্ধন করে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে রঙিন আয়োজন থাকে দেশে দেশে। এই উদযাপন পাশ্চাত্য সংস্কৃতি হলেও এখন বিশ্ব সংস্কৃতির অংশ হয়ে দাড়িয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। এবারও থার্টি ফার্স্ট নাইট উদযাপনে হোটেলগুলো আগে থেকেই সাজানো হয়েছে। তবে এবার নিরপত্তার কথা মাথায় রেখে বর্ষ বিদায় ও বরণের আয়োজন করেছে হোটেল কর্তৃপক্ষ। থাকছে না, ব্যাক্তিগত কোন পার্টি’র আয়োজন। তবে, সীমিত পরিসরে নিজস্ব ব্যবস্থাপনায়, যে সব সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে তাতে, অতিথিদের অংশ নিতে হবে, যথাযথ নিবন্ধন ও নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে। থার্টি ফার্স্ট নাইট উদযাপন শেষে অতিথিদের যাতে বাইরে না যেতে হয় সেজন্য কক্ষের জন্য মূল্য ছাড় দিয়েছে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি