ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

রাজধানীর কয়েকশ ভবন ঝুকিপূর্ন

প্রকাশিত : ১০:১২, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১৩, ১৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকার কয়েকশ’ ভবন। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ ফাঁড়ি এমনকি ফায়ার সার্ভিস অফিসও। ছয় বা তারও বেশি মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার আশপাশে হলে চরম বিপর্যয়ের আশঙ্কা করছেন ভূ-তত্ত্ববিদরা। তারপরও অপরিকল্পিতভাবে গড়ে উঠছে সুউচ্চ ভবন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ১শ’ ১৩ বছরের পুরোনো স্থাপনা। ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজও ঝুকিপূর্ণ ভবনের তালিকায়। তবে পরিচালক বলছেন ভিন্ন কথা। কোতোয়ালী নয়াসড়ক পুলিশ ফাঁড়ি। স্থানীয়দের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরাই আছেন ঝুঁকির মধ্যে। বহু বছরের পুরনো এই ফায়ার সার্ভিস কার্যালয়টি এরকম ঝুঁকির মধ্যে আছে। ভবনটির দেয়ালে লাল সাইনবোর্ড ঝুলিয়ে সতর্কই করে দেয়া হয়েছে। তারপরও ভবনটিতে বাস করছেন অনেকেই। রাজধানীর ৩২১টি ভবনকে ঝুঁকিপূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, রাজউক ও সিটি করপোরেশন। তবে কেউ কেউ বলছেন এ সংখ্যা আরো বেশি। ভূমিকম্পের ক্ষতি কমাতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি