সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকীতে নাট্যাচার্যকে স্মরণ করছে শিল্পাঙ্গন
প্রকাশিত : ০৯:৪৯, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৯, ১৪ জানুয়ারি ২০১৭
বাংলাদেশের নাট্য জগতের অনন্য নাম সেলিম আল দীন। নাটকের জগতে তিনি সৃষ্টি করেছিলেন অনন্য এক ধারা। তাইতো তিনি নাট্যাচার্য। তাঁর সৃষ্টিকর্মে উঠে এসেছে দেশের কথা, মানুষের কথা, জীবনের কথা। নবম মৃত্যুবার্ষিকীতে নাট্যাচার্যকে স্মরণ করছে শিল্পাঙ্গন।
বাংলা নাটকের শিকড় সন্ধানী নাট্যকার সেলিম আল দীন।
বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় জড়িয়ে পড়েন নাটকের সঙ্গে। যুক্ত হন ঢাকা থিয়েটারে। তাঁরই প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ গড়ে উঠে।
শুধু ঢাকা থিয়েটারই নয়, থিয়েটারকে বাংলাদেশে ছড়িয়ে দিতে গড়ে তুলেছিলেন গ্রাম থিয়েটার।
তার প্রতিটি কর্মেই ছিলো দেশ ভাবনা। কীর্ত্তনখোলা, কেরামত মঙ্গল, হাতহদাই, যৈবতী কন্যার মন, প্রাচ্য ও চাকার মতো বহু নাটক রেখে গেছেন সেলিম আলদীন। বাংলার সংগ্রামী, সরল, স্বাধীনচেতা, সাহসী মানুষদের জীবনকাব্যের বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরেছেন তাঁর নাটকে।
২০০৮ সালের এই দিনে ভক্তদের কাঁদিয়ে তাঁর মৃত্যু হয়। গুণী এই মানুষটি অমর হয়ে থাকবেন তার সৃষ্টিতে।
আরও পড়ুন