ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

চট্টগ্রামে আবর্জনা ও বর্জ্য ডাম্পিংয়ের জন্য ৫টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন

প্রকাশিত : ১৮:১৭, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৭, ১৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরীতে আবর্জনা ও বর্জ্য ডাম্পিংয়ের জন্য ৫টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্পের আওতায় এসটিএসগুলো নির্মাণ করা হচ্ছে। সকালে নগরীর এয়ারপোর্ট রোডের ১৪ নম্বর ঘাট এলাকায় এসটিএসের ফলক উন্মোচন করেন মেয়র। এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মেয়র বলেন, ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ ও অপসারণ কার্যক্রম ব্যয়বহুল হওয়া সত্ত্বেও ঝুঁকিপূর্ণ এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে ৭টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হয়েছে এবং বাকি ওয়ার্ডগুলোতে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। তিনি বলেন, রাস্তার সব ডাস্টবিন ও কনটেইনার অপসারণ করে নগরীর পরিবেশ আরও উন্নত করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি