অভ্যন্তরীণ দ্বন্দ্বে বন্ধ রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসাসেবা
প্রকাশিত : ১২:১১, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:১১, ১৮ জানুয়ারি ২০১৭
অভ্যন্তরীণ দ্বন্দ্বে বন্ধ রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসাসেবা। যন্ত্রপাতি সরবরাহকারী ব্যবসায়ী ও চিকিৎসকদের দ্বন্দ্বে প্রায় ১০দিন ধরে হচ্ছে না কোন অপারেশন। বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা। এদিকে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।
এইচএসসি পরীক্ষার্থী তারেক। ক্রিকেট খেলতে গিয়ে ডান পা ভেঙ্গে এখন ময়মনসিংহ মেডিকেলের অর্থোপেডিক সার্জারী বিভাগে। গেল ১০ জানুয়ারি তারেকের পায়ে অপারেশনের কথা থাকলেও যন্ত্রপাতি সরবরাহ না থাকায় হয়নি অপারেশন। একে তো ভাঙা পা, তার উপর পরীক্ষা নিয়ে চিন্তিত তারেক।
শুধু তারেক না, একই অবস্থা এ বিভাগে চিকিৎসা নিতে আসা সব রোগীরই। অপারেশন বন্ধ থাকায় ভোগান্তি পোহাচ্ছে তারা।
দীর্ঘদিন ধরে চিকিৎসকদেরকে টাকা দিয়ে অপারেশনের যন্ত্রপাতি সরবরাহ করছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু এখন চিকিৎসকরা বেশি টাকা দাবি করছেন, আর এটা দিতে অস্বীকৃতি জানালে- তাদেরকে বাদ দিয়ে যন্ত্রপাতি কেনা হচ্ছে ঢাকার ব্যবসায়ীর কাছ থেকে। যদিও অভিযোগ অস্বীকার করে চিকিৎসকরা বলছেন, চাহিদা পুরণ করতে না পারায় স্থানীয় ব্যবসায়ীদের বাদ দেয়া হয়েছে।
এদিকে রোগীদের দুর্ভোগ কমাতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দু’পক্ষের দ্বন্দ্বে গেলো ৯ জানুয়ারী থেকে বন্ধ রয়েছে এই বিভাগে অপারেশন।
আরও পড়ুন