ঢাকা, শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৭০ দোকান ও বসত ঘর, নিহত ২, আহত ১৫

প্রকাশিত : ১৮:১১, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১১, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

উখিয়া ও কক্সবাজার সদরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৭০টি দোকান ও বসত ঘর।  দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২ নারীর । আহত হয়েছে আরো ১৫ জন। বুধবার ভোরে উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় আগুনে অন্তত ১৫টি  দোকান ও ৫টি বসতঘর পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো ছিল কাঠের ফার্নিচার ও গ্রিলের ওয়ার্কশপ। ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। পরে ফায়ার সাভির্সের কর্মীরা পুড়ে যাওয়া বসতঘর থেকে বাক প্রতিবন্ধী জাবেদা বেগমের মৃতদেহ উদ্ধার করে। এদিকে, বুধবার বিকেলে কক্সবাজার সদরের ফদনার ডেইল এলাকায় আগ্নিকান্ডে প্রায় ৫০টি ঘর পুড়ে যায়। দগ্ধ হয়ে মারা গেছেন এক নারী। আহত হয়েছে আরও ১৫ জন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি