মা ও শিশু হাসপাতালে লিফট দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন
প্রকাশিত : ১৮:০১, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০১, ১৯ জানুয়ারি ২০১৭
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে লিফট দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এদিকে বুধবার সন্ধ্যায় দুর্ঘটনা ঘটার পর থেকেই উদ্বেগ ও আতংক বিরাজ করছে রোগি ও স্বজনদের মধ্যে। তবে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যায় দায়িত্বরত অবস্থায় দুর্ঘটনায় পড়েন লিফটম্যান সাইফুল ইসলাম। চাপা পড়ে লিফটের নিচে । এতে সাইফুলের এক চোখ ও এক পা মারাত্মক জখম হয়। দুর্ঘটনার পর থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসধীন আছেন।
তবে অনাকাঙ্খিত এ দুর্ঘটনার পর হাসপাতালে আসা রোগি ও তাদের স¦জনরাও আতংকগ্রস্থ হয়ে পড়েছেন। দায়ি করছেন হাসপাতাল কর্তৃপক্ষকে।
যদিও লিফট ছিঁড়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করছেন কর্তৃপক্ষ। দুর্ঘটনার জন্য আহত কর্মচারির অজ্ঞাতাকেই দায়ি করছেন তারা।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের গঠিত তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তবে ভবিষ্যতে এ ধরণের র্দুঘটনা এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষকে আরো দায়িত্বশীল হওয়া উচিত বলে মনে করছেন রোগি ও তাদের স্বজনরা।
আরও পড়ুন