ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

ক্রিকেটার সানির স্ত্রী দাবি করে মামলা দায়ের, কাবিন নামা ভূয়া

প্রকাশিত : ২১:১৮, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২১:১৮, ২৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নাসরিন সুলতানা নিজেকে ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী দাবি করে মামলা করলেও কাবিন নামা ভূয়া বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কাজি। কাবিন নামার দেয়া কাজি অফিসের ঠিকানায় মিলেছে মাংসের দোকান। হয়রানি করার জন্য ষড়যন্ত্র মূলক ভাবে সানিকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।তবে নাসরিন সুলতানা দাবি করেছেন সানি তার সঙ্গে প্রতারণা করছে। তথ্য প্রযুক্তি আইনের মামলায় গেল রোববার আরাফাত সানিকে তার আমিনবাজারের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে একদিন রিমান্ডের পর জেল হাজতে পাঠানো হয় তাকে। মামলার বাদি নাসরিন সুলাতানা নিজেকে সানির স্ত্রী দাবি করে আসছেন। আদালতে দাখিল করেছেন কাবিন নামাও। তবে কাবিননামায় দেয়া কাজি অফিসের ঠিকানায় গিয়ে সেখানে পাওয়া গলো মাংসের দোকান। দোকানের মালিক জানান,  দুই বছর ধরে তিনি মাংসের দোকান দিয়েছেন। আগে সেখানে খাবার হোটেল ছিল। আর সংশিষ্ট কাজি বলছেন ২০১৪ সালে এই নামে কোন নিকাহনামা রেজিষ্ট্রশন করা হয় নাই। এটি ভূয়া কাবিননামা। যারা ভূয়া কাবিননামা তৈরি করে তাদের শাস্তি হওয়া দরকার। জাতীয় দলের এই ক্রিকেটারের আমিন বাজারের সুজানগর সরকার বাড়িতে কথা হয় তার পরিবারে সঙ্গে। স্বজনদের দাবি, নাসরিন সুলতানা মিথ্যা মামলা দিয়ে আরাফাত সানিকে হয়রানি করছে। তারা সরকারের কাছে ন্যায় বিচারের দাবি করেছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি