ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

স্ব স্ব অবস্থান থেকে জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

স্ব স্ব অবস্থান থেকে জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্রাজুয়েশন সনদ বিতরন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ বিশ্বের নতুন এক সংকট। সশস্ত্র বাহিনী এ সংকট মোকাবেলায় যথেষ্ট পারদর্শিতা অর্জন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্রাজুয়েশন সনদ বিতরনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে এবার সেনাবাহিনীর ১৫৮জন, নৌবাহিনীর ২৭জন বিমানবাহিনীর ২৪জনসহ ২৫ দেশের ২৮০ জন অংশ নেন ডিএসসিএসসি কোর্সে। অনুষ্ঠানে গ্রাজুয়েশন করা কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। পরে বক্তৃতায় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূর্ত প্রতীক উল্লেখ করে বলেন, সশস্ত্র বাহিনী অভ্যন্তরীন ও বৈশ্বিক হুমকি মোকাবেলায় আগের চেয়ে অনেক বেশি চৌকশ। জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। প্রাকৃতিক দুর্যোগেও সশস্ত্র বাহিনীও প্রশংসনীয় অবদান রাখছে বলেন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি