‘হাইব্রিড’ গাড়ী আমদানি করলে কমবে জ্বালানি খরচ ও পরিবেশ দূষণ
প্রকাশিত : ১৪:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
দেশে ক্রমেই বাড়ছে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি। এ’সব গাড়িতে পুড়ছে প্রচুর জ্বালানি। এতে বৈদেশিক মুদ্রার যেমন ব্যয় হচ্ছে, তেমনি ক্ষতি হচ্ছে পরিবেশেরও। তবে, ‘হাইব্রিড’ গাড়ী আমদানি করলে, জ্বালানি খরচের পাশাপাশি কমবে পরিবেশ দূষণ।
চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে দেশে আনা রিকন্ডিশন্ড গাড়ির শতভাগই আসে জাপান থেকে। তবে, জ্বালানি খরচ কম আর পরিবেশবান্ধব হওয়ায় জাপানেও জনপ্রিয় হয়ে উঠেছে হাইব্রিড গাড়ি। আগামী পাঁচ বছরে জাপানে তৈরি গাড়ির ৫০ শতাংশই হবে হাইব্রিড জাতীয়।
ব্যাটারি নির্ভর এই হাইব্রিড গাড়ি এক লিটার জ্বালানিতে চলবে ১৫ থেকে ২০ কিলোমিটার। যা রিকন্ডিশন্ড গাড়ির জ্বালানি খরচের অর্ধেক।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে গাড়ি আমদানি বাড়তে থাকায়, বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে।
গাড়ি বহনকারী জাহাজের এই শীর্ষ কর্মকর্তাও মনে করেন, রিকন্ডিশন্ডের পরিবর্তে হাইব্রিড গাড়ী আমদানি করা প্রয়োজন।
পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বে প্রযুক্তির যেভাবে অগ্রগতি হচ্ছে তাতে বাংলাদেশে হাইব্রিড গাড়ি আমদানি জরুরি হয়ে পড়েছে।
গাড়ি আমদানিকারকরা বলছেন, আগামী বাজেটে এ’ সংক্রান্ত ঘোষণা এলে হাইব্রিড গাড়ির আমদানি আর ব্যবহার দুটোই বাড়বে বাংলাদেশে।
আরও পড়ুন