ঢাকা, বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬

জাহাজের নিরাপত্তায় কোষ্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২০:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় কোষ্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর আগারগাঁওয়ে বাহিনীর ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কোষ্ট গার্ডের ২২ কর্মকর্তা, ১৩ নাবিক ও দুই বেসমারিক কর্মিকে পদক দেন তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমিত সম্পদ ও জনবল নিয়েও এই বাহিনী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি