ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৮৩, জঙ্গিবিরোধী অভিযানে নিহত ১০০

প্রকাশিত : ১৬:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পাকিস্তানে সিন্ধু প্রদেশের মাজারে আত্মঘাতী হামলায় ৮৩ জন নিহতের ঘটনায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়েছে অন্তত ১০০ জন। হামলার পর সারাদেশে ব্যাপক অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অভিযানে শুধু সিন্ধু প্রদেশেই নিহত হয়েছে ১৮ জঙ্গি। বাকি ১৩ জন নিহত হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলে। এদিকে, আফগানিস্তানের দুটি প্রদেশে রকেট হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের আফগান দূতাবাসের কূটনীতিকদের তলব করে প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। জঙ্গিদের আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি