একুশে গ্রন্থমেলার শিশু প্রহরে শিশু-কিশোরদের ভিড়
প্রকাশিত : ১৪:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
একুশে গ্রন্থমেলার শেষ সময়েও শিশু প্রহরে শুক্রবার সকাল থেকেই ছিলো শিশু-কিশোরদের ভিড়। মেলার শিশু চত্বরে সিসিমপুর মঞ্চে আনন্দে সময় কাটিয়েছে তারা; ঘুরে ঘুরে কিনেছে প্রিয় বই। আর ছোটবেলা থেকেই বইয়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে শিশু-কিশোরদের মেলায় নিয়ে আসার কথা জানালেন অভিভাবকরা।
সিসিমপুরের প্রিয় চরিত্রগুলোকে চোখের সামনে পেয়ে শিশুদের এই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। পর্দার চরিত্র বাস্তবে পেয়ে একটু ছুঁয়ে দিতে মন চায় সবার। আর তাই নেচে গেয়ে সবার সাথে আনন্দ ভাগাভাগি।
শিশু প্রহরে সকাল থেকেই সন্তানদের নিয়ে লাইনে দাঁড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন বাবা-মায়েরা। পুরো মেলা জুড়েই ছিল শিশুদের দুরন্তপনা।
মোবাইল ইন্টারনেটের এই সময়ে শিশু-কিশোরদের মধ্যে মানবিকতা আর নৈতিকতাবোধের চেতনা জাগিয়ে তুলতে তাদেরকে বই পড়ায় উৎসাহী করতে হবে বলে মনে করেন অভিভাবকরা।
শিশুদের উচ্ছ্বলতায় একুশে গ্রন্থমেলা পায় ভিন্ন রুপ।
আরও পড়ুন