বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী
প্রকাশিত : ১৯:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ইমেরিটাস অধ্যাপক ডক্টর আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ৮টি বিভাগের ৩০টি কেন্দ্রে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন