আগামীকাল বগুড়ায় খাদ্যগুদামসহ ১৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১০:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
আগামীকাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সান্তাহারে দেশের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত খাদ্যগুদামসহ বগুড়ায় ১৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এছাড়া, রোববার বিকেলে সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বগুড়ায় এখন উৎসবের আমেজ।
প্রথমবারের মতো রেলওয়ে জংশনভিত্তিক প্রাচীন শহর বগুড়ার সান্তাহার সফর করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। সড়কে নির্মাণ করা হয়েছে শত শত তোরণ। তাঁর আগমনকে ঘিরে উৎসবে মেতেছে সান্তাহারবাসী।
সান্তাহারে অত্যাধুনিক খাদ্যগুদাম ছাড়াও বগুড়ায় ১৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। <ংঃৎড়হম>বিকেলে সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রিয় নেত্রীর আগমনে নেতা-কর্মীরা যেমন উচ্ছসিত, তেমনি বেড়েছে তাদের প্রত্যাশাও।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো ছাড়াও আশপাশের এলাকায় নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর সফরে বগুড়ার উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা এলাকাবাসীর।
আরও পড়ুন