চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দ্রুত বাস্তবায়নযোগ্য স্বল্প মেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি
প্রকাশিত : ১০:০৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দ্রুত বাস্তবায়নযোগ্য স্বল্প মেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার নেতারা।
গতকাল শুক্রবার বিকেলে সিসিআই ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময়ে তারা অভিযোগ করেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হলেও এই নগরীর অবকাঠামোগত উন্নয়ন রাষ্ট্রীয়ভাবে তেমন গুরুত্ব পাচ্ছেনা। সংগঠনের সভাপতি মাহবুবুল আলম বলেন, ২০০৯ সালের পর থেকে গ্যাস সংযোগ দেয়া বন্ধ থাকায় শিল্প প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়েছে। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিষয়গুলো দ্রুত আমলে নেয়ার তাগিদও দেন তিনি।
আরও পড়ুন