ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

বগুড়ার সান্তাহারে খাদ্যগুদাম নির্মান

প্রকাশিত : ১০:০১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বগুড়ার সান্তাহারে নির্মাণ করা হয়েছে ২৫ হাজার টন ধারণ ক্ষমতার নতুন খাদ্যগুদাম। <ংঃৎড়হম>আগামীকাল এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এই গুদাম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরো সহায়ক হবে। এদিকে, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রাও। দেশের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত বহুতল খাদ্য গুদাম এটি। জাপান-বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বগুড়ার সান্তাহারে এই গুদাম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিনশো কোটি টাকা। এখানে মূলত রাখা হবে চাল। ফলে সরকারি চাল মজুদে স্থানীয় মিলারদের বিড়ম্বনা কমবে। রাজশাহী অঞ্চলে সরকারি মজুদাগার আছে মাত্র ২২ লাখ টনের। ফলে নতুন গুদামটি অনেক সহায়ক হবে বলে জানান খাদ্য বিভাগের এই কর্মকর্তা। খাদ্যশস্য সংরক্ষণে সৌরশক্তি চালিত গুদামটির শতভাগ কার্যকারিতার কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। রোববার গুদামটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পূরণ হবে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি