নির্ধারিত সময়ের আগেই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা
প্রকাশিত : ১৫:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
নির্ধারিত সময়ের আগেই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার মেরিল্যান্ডে রিপাবলিকান দলের বার্ষিক সম্মেলনে এ’ ঘোষণা দেন তিনি। এদিকে, হোয়াইট হাউসে প্রবেশে কয়েকটি সংবাদ মাধ্যমের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়া, রাশিয়া ইস্যুতে আইন লঙ্ঘন করে তদন্ত সংস্থার সঙ্গে কথা বলে নতুন করে বিতর্কের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।
সব সমালোচনা উপেক্ষা করে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরিল্যান্ডে রিপাবলিকান দলের বার্ষিক ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স’-এ দেয়া ভাষণে শিগগিরি দেয়াল নির্মাণ শুরুর ঘোষণা দেন তিনি।
এ’ নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে মেক্সিকো।
এছাড়া, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার ব্যাপারে আবারও কঠোর মনোভাব প্রকাশ করেছেন ট্রাম্প। সামরিক শক্তিকে আরো শক্তিশালী করতে বড় আকারের বাজেট ঘোষণার পরিকল্পনা তুলে ধরেন তিনি। পারমাণবিক অস্ত্রের সম্ভার বাড়ানোর ইঙ্গিতও ছিল তার বক্তব্যে।
এদিকে, শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন কাভার দেখা হয়নি সিএনএন, নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ানসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদ মাধ্যমকে। এ’ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
অন্যদিকে, প্রটোকল ভেঙ্গে রাশিয়া ইস্যুতে এফবিআই’র শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস। খোদ হোয়াইট হাউসই এ’ তথ্য নিশ্চিত করেছে। এরফলে আবারও নতুন করে বিতর্কের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।
আরও পড়ুন