মিরসরাইতে প্রতিষ্ঠিত বিভিন্ন কল-কারখানায় চাকুরীর ক্ষেত্রে স্থানীয় অধিবাসীদের অগ্রাধিকার দেয়া হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
প্রকাশিত : ১৮:০০, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০০, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল মিরসরাইতে প্রতিষ্ঠিত বিভিন্ন কল-কারখানায় চাকুরীর ক্ষেত্রে স্থানীয় অধিবাসীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মিরসরাই উপজেলার খৈয়াছড়া স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ’কথা বলেন। মন্ত্রী আরো বলেন, সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিএনপি যাই বলুক না কেন, এ কমিশনের অধীনেই তারা নির্বাচন অংশ নেবে। আগামী নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করারও আহবান জানান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
আরও পড়ুন