ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২ মার্চ পরবর্তী দিন ধার্য

প্রকাশিত : ১৪:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। রোববার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এ দুই মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, এ মামলার একটি আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করেছেন, যা শুনানির অপেক্ষায় আছে। তাই সময় আবশ্যক। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন মোশাররফ হোসেন কাজল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি